এ বার বাংলাদেশের মাটিতে ভারতীয় জাল নোট তৈরির বড়সড় চক্র ধরা পড়ল ৷ ঢাকায় অভিযান চালিয়ে এই চক্রের পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছে ৷ ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (ব়্যাব) জানিয়েছে, উদ্ধার করা নোটের পরিমাণ ১৫ লক্ষ ৭৪ হাজার ভারতীয় টাকা৷
গোপন সূত্রে সংবাদ পেয়ে বুধবার গভীর রাতে শুরু হয় অভিযান৷ ঢাকার আদাবরের শ্যামলী এলাকার একটি বাড়িতে চলছিল এই ভারতীয় জাল নোটের চক্র৷ সেই বাড়ি থেকেই ধরা পড়েছে জাল ‘রুপি’ তৈরির পাণ্ডা মহম্মদ শামসুল হক৷ তার বাড়ি নবাবগঞ্জ থানার শিবগঞ্জে। উল্লেখ্য, এই এলাকা থেকেই জেএমবির একাধিক জঙ্গি ধরা পড়েছে৷ আবার নব্য জেএমবির অন্যতম নেতা হাতকাটা নাসিরুল্লাও নবাবগঞ্জ থেকেই ধরা পড়েছে৷
ব়্যাবের তরফে জানানো হয়েছে, ভারতীয় জাল রুপির কারিগর ধৃত শামসুল একসময় গরুর ব্যবসাও করত। তার বাড়ি বর্ডার এলাকায়। সে ভারতে কিছু গরু ব্যবসায়ীর সঙ্গে আঁতাত করে এই ব্যবসা চালাত। ভারত থেকে যখন গরু, কাপড় ও অন্যান্য সরঞ্জাম বাংলাদেশে প্রবেশ করত, তখন একটি গ্রুপ তা কিনে নিত। কেনার সময় আসল টাকার বান্ডিলের ভাঁজে জাল রুপি ঢুকিয়ে দিত।
বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকা নবাবগঞ্জ হলো জেএমবি, নব্য জেএমবির অন্যতম ঘাঁটি৷ সীমান্তের এ পারে পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ হয়ে তারাই জালা নোটের ব্যবসা ও আগ্নেয়াস্ত্র চোরাচালান করে৷ বাংলাদেশের ভয়াবহ জঙ্গি হামলার অন্যতম গুলশনের হোলি আর্টিজান ক্যাফেতে নাশকতা ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলায় ব্যবহার করা অস্ত্র এসেছিল এই শিবগঞ্জ হয়েই৷
ঢাকায় ধৃত জাল ভারতীয় টাকার ব্যবসায়ীর বাড়ি শিবগঞ্জে থাকায় তার সঙ্গে জঙ্গি সংগঠন ও জামাত ইসলামির মতো উগ্র ইসলামিক গোষ্ঠীর কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷
Be the first to comment