টু প্লাস টু মিটিং। বৃহস্পতিবার সেই বৈঠকে সই হল ভারত-আমেরিকা প্রতিরক্ষা চুক্তি। ভারতের পক্ষে ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। আমেরিকার পক্ষ থেকে মিটিংয়ে বসেন বিদেশ সচিব মাইক পম্পিও এবং প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস।
বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ, এনএসজি গ্ৰুপে ভারতের সদস্যপদ, এইচ ওয়ান বি ভিসা নিয়েও আলোচনা হয়। দুপক্ষ স্থির করে, ভারত ও আমেরিকার মধ্যে হটলাইন তৈরি করা হবে।
দুদেশের মধ্যে যে চুক্তিটি এদিন স্বাক্ষরিত হয়েছে তার নাম কোমকসা, অর্থাৎ দুই দেশের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও নিরাপত্তা বিষয়ক চুক্তি। নির্মলা সীতারামন দাবি করেন, এই চুক্তি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তুলবে। সুষমা স্বরাজ বলেছেন, মাইক পম্পিও আশ্বাস দিয়েছেন, এইচ ওয়ান বি ভিসা নিয়ে এমন কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে ভারতীয়দের স্বার্থহানি হয়।
Be the first to comment