মুর্শিদাবাদের ডোমকল থানার মধ্য গরিবপুর ফেরিঘাটে ডুবে যায় একটি নৌকো। মহিলা ও শিশু মিলিয়ে প্রায় দশজন নিখোঁজ।
বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা নাগাদ ভৈরব নদীতে যাত্রী বোঝাই নৌকা পারাপারের সময় মাঝ নদীতে এই দুর্ঘটনাটি ঘটে।নৌকায় প্রায় চল্লিশজন যাত্রী ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। অনেক যাত্রী সাঁতরে ডাঙায় উঠলেও অনেক রাত পর্যন্ত মহিলা ও শিশু-সহ প্রায় দশজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার করতে তৎপর স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে ডোমকল থানার পুলিশ। নদীতে বেশি জল ও স্রোত থাকায় নিখোঁজরা মৃত বলেই আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
মুর্শিদাবাদের ভৈরব নদীতে নৌকোডুবির ঘটনায় শুক্রবার সকাল হতেই উদ্ধারে নামল বিপর্যয় মোকাবিলা দল। নামানো হয়েছে চারটি স্পিড বোট। মা সহ এখনও দুই শিশু নিখোঁজ বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ প্রায় ৮০জন যাত্রী নিয়ে ডোমকলের মধ্যগরিবপুরে নৌকোডুবির ঘটনা ঘটে। পুলিশ, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রাতেই বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অনেক যাত্রী সাঁতরে পাড়ে আসেন। ১২ঘণ্টার বেশি নিখোঁজ থাকায় ওই তিনজনের মৃত্যু হয়েছে বলেই মনে করছে প্রশাসন।
Be the first to comment