শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩৩ জন। বৃহস্পতিবার ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর জাপানের হোক্কাইডো দ্বীপ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭। ভূকম্পের ফলে ধসের নীচে চাপা পড়ে গিয়েছে প্রচুর বাড়ি। সেখানে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করছে বিপর্যয় মোকাবিলাকারী দল। জোরকদমে উদ্ধারকার্য চালাচ্ছে তারা। তাদের অনুমান মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
পরিসংখ্যান বলছে হোক্কাইডর’র ৫.৩ মিলিয়ন বাসিন্দা এই শক্তিশালী ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অটসুমা অঞ্চল। বিস্তীর্ণ এলাকা জুড়ে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুত সংযোগ। জাপানের প্রধানমন্ত্রী শিঞ্জো আবে জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলাকারী দলের সঙ্গে ২৫ হাজার আত্মরক্ষা বাহিনীও নেমেছে উদ্ধারকার্যে।
Be the first to comment