ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার এক মানসিক ভারসাম্যহীন

Spread the love

ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার এক মানসিক ভারসাম্যহীন। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলাও রুজু করেছে পুলিশ।

বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড অঞ্চলে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে গণধোলাই দিল উন্মত্ত জনতা। পুলিশ জানিয়েছে, একটি গাছের সঙ্গে বেঁধে ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করেছে উত্তেজিত জনতা। আক্রান্ত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ওড়িশার বাসিন্দা। এমনটাই জানিয়েছে পুলিশ। গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। উন্মত্ত জনতার হাত থেকে উদ্ধার করা হয় ব্যক্তিকে।

এই ঘটনার দু’মাস আগে কর্নাটকের বিদারে ৩২ বছরের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে পিটিয়ে মেরে ফেলে জনতা। হোয়াটসঅ্যাপে আসা বিভ্রান্তিমূলক মেসেজ থেকেই ওই ইঞ্জিনিয়ারকে ছেলেধরা হিসেবে সন্দেহ করেছিলেন স্থানীয়রা। আর তারপরেই এই ঘটনা। ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় ওই যুবকের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*