যাদবপুর বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডি লিট দিতে চাইছে শচীন তেণ্ডুলকরকে। সমাজের অন্যান্য কৃতীদের সঙ্গে ডি লিট প্রাপকদের তালিকায় নাম রয়েছে শচীনেরও। শচীন সম্মতি জানালে আগামী ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মান জানানো হবে মাস্টার ব্লাস্টারকে।
সূত্রের খবর, এক্সিকিউটিভ কাউন্সিলের সভায় শচীনের নাম সিদ্ধান্ত হয়েছে। এ বার পালা মাস্টার ব্লাস্টারের সবুজ সংকেতের। দেশের শ্রেষ্ঠ সম্মান ভারতরত্ন পেয়েছেন শচীন। পদ্মশ্রী, খেলরত্ন, অর্জুনসহ একাধিক সম্মানের পালক ইতিমধ্যেই তাঁর মুকুটে। এ বার বাংলার অন্যতম উৎকর্ষ বিশ্ববিদ্যালয় যাদবপুর চাইছে শচীনকে সাম্মানিক ডিলিট দিতে।
ইসি-তে শচীনের নাম সিদ্ধান্ত হলেও নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের কোর্ট এই নামে সিলমোহর দেবে। আগামী ১৯ সেপ্টেম্বর কোর্টের বৈঠক। জেইউ কর্তৃপক্ষ চাইছে, তার আগেই শচীনের সবুজ সংকেত জোগাড় করতে। এই নামে সিলমোহর দেবেন আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। ১৯ তারিখের কোর্ট বৈঠকে তিনিও থাকবেন। তারপরেই সরকারি ঘোষণা করবে বিশ্ববিদ্যালয়।
যদিও কয়েক বছর আগে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ডিলিট দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েও তা কার্যকর করতে পারেননি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কারণ মহারাজ জানিয়ে দিয়েছিলেন ওই সময় তিনি কলকাতায় থাকবেন না। ফলে শচীনের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটবে না তা এখনও জোর গলায় বলতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বিকল্প নাম হিসেবে বক্সার মেরি কমকে সাম্মানিক ডিলিট দিতে পারে বিশ্ববিদ্যালয়। কিন্তু এর সবটাই নির্ভর করছে শচীনের হ্যাঁ অথবা না বলার উপর।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রের মতে, শচীন যদি আসতে পারেন তাহলে যাদবপুর আমন্ত্রণ জানাবে সৌরভকেও। সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই সেরা বন্ধুর নতুন ফ্রেম তৈরি হবে যাদবপুরের সমাবর্তনে।
Be the first to comment