প্রাক্তনের নিশানায় বর্তমান

Spread the love
নোটবন্দি থেকে জিএসটি, কালো টাকা ফেরানো থেকে কর্মসংস্থান তৈরি ইস্যু ধরে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
ইউপিএ সরকারের দশ বছরের প্রধানমন্ত্রী বলেন, “কর্মসংস্থান তৈরির যে প্রতিশ্রুতি এই সরকার (পড়ুন মোদী সরকার) দিয়েছিল তা কার্যত প্রশ্ন চিহ্নের মুখে। এমন কোনও বিরাট সংখ্যার কর্মসংস্থান তৈরি হয়নি যাতে মানুষ খুশি হতে পারে।”
শুধু কর্মসংস্থান নয়। নরসিমা রাও সরকারের অর্থমন্ত্রী মনমোহন তোপ দাগেন নোটবন্দি নিয়েও। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে নোটবন্দির মাধ্যমে ৯৯ শতাংশ নগদ  টাকাই রিজার্ভ ব্যাঙ্কের ঘরে ফিরেছে। মনমোহন বলেন, “কোটি কোটি কালো টাকা ফেরানোর জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছিল তাও ব্যর্থ।”
যেভাবে জিএসটি প্রয়োগ করা হয়েছে তা নিয়েও তোপ দাগেন মনমোহন। প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক ২০১৪-র পর থেকে ক্রমশ খারাপ হয়েছে বলেও মন্তব্য করেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*