ত্রিবান্দ্রমে ভারত-নিউজিল্যান্ড সিরিজের শেষ টি-২০ ম্যাচে মাত্র ৮ ওভার খেলা হয় বৃষ্টির জন্য। প্রথমে ব্যাট করে ভারত মাত্র ৬৭ রান তোলে, যা টি-২০ ফর্ম্যাটে খুব বেশি রান নয়। নিউজিল্যান্ড দলে যে সকল আক্রমণাত্মক ব্যাটসম্যান ছিল তাদের পক্ষে এই রান অতিক্রম করা কোনো ব্যাপারই ছিল না। কিন্তু বুমরাহ এবং চাহাল তা হতে দেননি। বুমরাহ ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন আর চাহাল উইকেট না পেলেও ২ ওভারে মাত্র ৮ রান দেন। নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা এই দুই বোলারকে আক্রমণ করতে পারেনি। ৬ রানে হেরে সিরিজেও হারে তারা।
বুমরাহ এবং চাহালের এই পারফরম্যান্সে ভারতের প্রাক্তন ওপেনার সুনীল গাভাস্কার মুগ্ধ। গাভাস্কার জানিয়েছেন, এই দুই বোলার তাদের আইপিএলে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। তারা জানে কি পরিস্থিতিতে কি রকম বল করা উচিত। দুজনকেই এবার টেস্ট দলের জন্য ভাবা উচিত।
দেখা যাক, ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যানের এই দুই খেলোয়াড়কে নিয়ে মন্তব্য নির্বাচকদের কতটা প্রভাবিত করে!
Be the first to comment