আহ্বান জানিয়েছিলেন তিনি আর সাড়া দিলেন অন্যান্য বিরোধীদলের নেতা-মন্ত্রীরা। বুধবার নোট বাতিলের বর্ষপূর্তির দিনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয় বিরোধী দলগুলি। ছুঁড়ে দিয়েছে একের পর এক প্রশ্ন। আর প্রথম দিন থেকেই নোট বাতিল প্রসঙ্গে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নরমে-গরমে কেন্দ্রের সরকারকে বুঝিয়ে দিয়েছিলেন এই ধ্বংসাত্মক সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি। বহু ঘাত প্রতিঘাত উপেক্ষা করেও মুখ্যমন্ত্রী নোট বাতিলের বর্ষপূর্তির দিনেও তাঁর সিদ্ধান্তে অচল। গত সোমবারই ট্যুইটারের মাধ্যমে দেশবাসীর কাছে ৮ই নভেম্বর দিনটাকে কালা দিবস হিসাবে পালন করার আর্জি জানান মমতা ব্যানার্জি। পরে মঙ্গলবারও সোশ্যাল মিডিয়ায় নোট বাতিলের বিরুদ্ধে সরব হন তিনি। তিনি বলেন আমি ইতিমধ্যেই আমার প্রোফাইল ডিপি কালো করে প্রতিবাদ দেখাচ্ছি। এবার আপনারাও এগিয়ে আসুন। নোট বন্দির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নিজের অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার কালো করে প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর আবেদনে সাড়া দিয়ে একই রাস্তায় হাঁটলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেসের বহুল চর্চিত সাংসদ শশী থারুরও। শশী জানান কেন্দ্রীয় সরকারের এই হঠকারী সিদ্ধান্তের জেরেই তাঁর এই প্রতিবাদ। অন্যদিকে ট্যুইটারে নিজের প্রোফাইল পিকচার কালো করে বিক্ষোভ প্রদর্শন করেছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন নোট বাতিল একটি দুঃখজনক ঘটনা। প্রধানমন্ত্রীর খামখেয়ালি সিদ্ধান্তে শেষ হয়ে গেছে দেশবাসীর জীবন ও জীবিকা। পাশাপাশি বুধবার সুরাতে একটি মোমবাতি মিছিলে অংশ নিয়ে কালাদিবস পালন করেন রাহুল।
Be the first to comment