১০ই নভেম্বর, শুক্রবার থেকে শুরু হতে চলেছে এবছরের ২৩ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১০ থেকে ১৭ই নভেম্বর অর্থাত শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার অবধি চলবে সিনেমার প্রদর্শনী। রাজ্যের ১২টি সিনেমা হলে দেখানো হবে মোট ১৪৩টি ছবি। বিশ্বের সিনেমা আবারও আসছে বাংলার আঙিনায়। থাকছে ৮৭টি স্বল্প দৈর্ঘ্যের ছবি ও ৫১টি তথ্যচিত্র। আগামীকাল অর্থাৎ শুক্রবারই উদ্বোধন হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উপস্থিত থাকবেন রূপোলী পর্দার সনামধন্য কলাকুশলীরা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন বিগ বি অমিতাভ বচ্চন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবনে বলিউড বাদশা তথা বাংলার ব্রান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান, বিশিষ্ট চিত্রতারকা কামাল হাসান। অনুষ্ঠানে অংশ নেবেন চিত্র নির্মাতা মাইকেল উইন্টারবটম ও মহেশ ভটের মতো চিত্র পরিচালক। পাশাপাশি অনান্য বিশিষ্টজনদের মধ্যে থাকছেন কাজল ও সঙ্গীত শিল্পী কুমার শানুও। শুক্রবার অর্থাৎ ১০ই নভেম্বর, বিকেল ৪টে নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলচ্চিত্র উতসবের শুভ সূচনা হবে। অতএব আগামী ৭দিন যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবে মেতে উঠবেন সমস্ত বয়সের মানুষজন সেকথা আর বলার অপেক্ষা রাখেনা।
Be the first to comment