স্মগের দাপট অব্যহত

Spread the love

দিনের পর দিন বেগতিক হচ্ছে রাজধানী নয়া দিল্লীর পরিস্থিতি ৷ মারন ধোঁয়াশা বা স্মগের গ্রাসে বিপর্যস্ত দিল্লীবাসী মানুষ ৷ কোনো কিছুতেই কমছে না বায়ুদূষণের মাত্রা। রাজধানীর  যেদিকে চোখ যায় সেদিকে একই ছবি। দূষণের জেরে আগামী রবিবার পর্যন্ত বন্ধ স্কুলের পঠন পাঠন। বাড়ি থেকে বাইরে বেরোতেও প্রবল সমস্যার মোকাবিলা করতে হচ্ছে। ভোর বেলা ও রাতে পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর। যার জেরে ঘটে যাচ্ছে দূর্ঘটনা। যত দিন গড়াচ্ছে ততই স্মগের আকার ভয়ঙ্কর হয়ে উঠছে। দূষণ প্রতিরোধে পঞ্জাবেও রবিবার পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ দিল্লিতে ট্রাক ঢোকার উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা ৷ দূষণের মাত্রা কমাতে পাশের রাজ্য পঞ্জাব ও হরিয়ানাকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এনিয়ে দু’রাজ্যের মুখ্যমন্ত্রীকে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*