বেশ ভালোই ব্যবসা ফেঁদে বসেছিল দুই যুবক। কল সেন্টারের মুখোশের নীচে রমরম করে চলছিল সাইবার প্রতারণার চক্র। নিশানা মূলত মার্কিন নাগরিকরা। গোপন সূত্রে খবর পেয়ে সেই প্রতারণার চক্র ভাঙল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম দফতর এবং গুন্ডা দমন শাখার অফিসাররা। ধরা পড়ল দুই অপরাধী।
পুলিশ জানিয়েছে, তপসিয়া রোডের একটি ফ্ল্যাটে বসেই প্রতারণা জাল বিছিয়েছিল ওই দুই যুবক কামরান রেহান এবং ফৈয়াজ পারভেজ আলম। সাইবার প্রতারণার তারাই দুই মূল পাণ্ডা। বয়স ২২-২৪। ফ্ল্যাটটিকে কল সেন্টার সাজিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল এই কাজ।
অনলাইনেই বিদেশের নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে কৌশলে টাকা হাতাত তারা। আমেরিকার অনেক নাগরিকই এই প্রতারণার শিকার হয়েছেন। তদন্তকারীদের কথায়, নিখুঁত চিত্রনাট্য সাজিয়ে টাকা উপার্জনের আশ্চর্য রাস্তা বার করেছিল তারা। কারবারও বেশ ফুলে ফেঁপেই উঠেছিল।
পুলিশের কাছেও খবর ছিল এমন একটি চক্র শহরে সক্রিয় হয়েছে। গতকাল, আচমকাই তপসিয়ার ফ্ল্যাটটিতে হানা দেয় অফিসাররা। সেই সময় কাজে মগ্ন ছিল কামরান ও ফৈয়াজ। পুলিশ জানিয়েছেন, সব তথ্য-প্রমাণ সমেত ধরা পড়েছে ওই দু’জন।
ফৈয়াজের লিটন স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে নানা মূল্যবান সামগ্রীও। দু’জনের বিরুদ্ধেই সাইবার-প্রতারণার মামলা রুজু করা হয়েছে।
Be the first to comment