মধ্যবিত্তের জন্য সুসংবাদ। চলতি আর্থিক বছরে অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে এনএসসি, পিপিএফ জাতীয় স্বল্পসঞ্চয়ে সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার। ব্যাঙ্কের ডিপোজিট রেট বেড়ে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত।
কোনও আর্থিক বছরের প্রতি ত্রৈমাসিকে নোটিশ দিয়ে স্বল্পসঞ্চয়ে সুদের হার জানানো হয়। বৃহস্পতিবার স্বল্পসঞ্চয়ে যে বর্ধিত সুদের হার ঘোষণা করা হয়েছে, তা আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য হবে।
পাঁচ বছরের আমানত, রেকারিং ডিপোজিট ও প্রবীণ ব্যক্তিদের সঞ্চয় প্রকল্পে সুদের হার যথাক্রমে ৭.৮, ৭.৩ ও ৮.৭ শতাংশ বাড়ানো হয়েছে। সেভিং ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বছরে চার শতাংশই থাকছে।
পিপিএফ ও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এখন বছরে আট শতাংশ সুদ পাওয়া যাবে। আগে সুদ পাওয়া যেত ৭.৬ শতাংশ। কিষাণ বিকাশ পত্র ১১৮ মাসের বদলে ১১২ মাসে ম্যাচিওর করবে। সুদ পাওয়া যাবে ৭.৭ শতাংশ। শিশুকন্যাদের জন্য সঞ্চয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধিতে সুদের হার বেড়ে হবে ৮.৫ শতাংশ।
Be the first to comment