রিপোর্টার- (সুভাষ মজুমদার)
টানটান উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হলো তারকেশ্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ২৯। যার মধ্যে ২৭টি আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস, একটি নির্দল প্রার্থী এবং আর একটি দখল করে সিপিএম। যদিও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে সিপিএম এর জয়ী প্রার্থী অংশ গ্রহন করেনি।
যদিও সমিতির বোর্ড গঠনে আরো একবার প্রকাশ্যে এলো গোষ্ঠী দ্বন্ধ। দলীয় সিদ্ধান্ত অনুসারে পঞ্চায়েত সমতির সভাপতি হিসাবে ঠিক করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী শিখা ঘোষকে এবং সহ সভাপতির পদ দেওয়া হয়েছিল প্রদীপ সিংহ রায়কে। ঘটনাক্রমে সমিতির বোর্ড গঠনের সময় মোট ২৮ জন সদস্য হাজির ছিলেন। এদিন তারা ভোটাভুটির মাধ্যমে ফিরদৌস পারভীনকে সমিতির সভাপতির হিসাবে নির্বাচিত করেন। তিনি ভোট পেয়েছেন ১৫টি। অন্যদিকে সহ সভাপতি প্রদীপ সিংহ রায়কে নির্বাচন করা হয় ভোটাভুটির মাধ্যমে।
Be the first to comment