যারা মিথ্যা কথা প্রচার করে, তারা কখনও গণতান্ত্রিক দেশে ক্ষমতায় আসতে পারে না। এই বলে বৃহস্পতিবার রাফায়েল বিতর্কে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রতি আক্রমণ শানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। রাফায়েল হেলিকপ্টার কেনা ও কয়েকটি বৃহৎ শিল্প সংস্থাকে বিপুল কর ছাড় দেওয়ার অভিযোগে গত কয়েক মাস ধরে বিজেপির সমালোচনা করেছে কংগ্রেস। এদিন অরুণ জেটলি তার জবাব দিয়েছেন।
টুইটারে তিনি রাহুল গান্ধীকে ‘ক্লাউন প্রিন্স’ বলে উল্লেখ করেছেন। কোনও দেশের যুবরাজকে ক্রাউন প্রিন্স বলা হয়। তার সঙ্গে ধ্বনিগত মিল রেখেই অরুণ জেটলি ক্লাউন প্রিন্স কথাটি ব্যবহার করেছেন।
তিনি লিখেছেন, রাহুল রাফায়েল নিয়ে মিথ্যা কথা বলছেন । ১৫ টি শিল্পসংস্থাকে ছাড় দেওয়া নিয়ে মিথ্যা কথা বলছেন। সরকারি কাজকর্মে হাসিঠাট্টা চলে না। কেউ আলিঙ্গন করে, চোখ টিপে বা বার বার মিথ্যা কথা বলে ক্ষমতায় আসতে পারে না। এই ধরনের ক্লাউন প্রিন্সকে মিথ্যা কথা প্রচার করতে দেওয়া উচিত কিনা তা আমাদের ভেবে দেখা উচিত।
Be the first to comment