প্রতীকী ছবি,
ছাত্রছাত্রীদের পথ অবরোধকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল ইসলামপুরের দ্বারিভিটা উচ্চ বিদ্যালয় চত্বর। জোর করে অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট,পাথর ছোড়া হয়। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। কয়েক রাউন্ড গুলিও ছোড়ে পুলিশ। অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এক ছাত্রের। স্কুল চত্বরে বৃহস্পতিবার আন্দোলনে সামিল হয়েছিল প্রায় হাজার দুয়েক পড়ুয়া। রাস্তা অবরোধ করে চলছিল বিক্ষোভ।
আন্দোলনকারীদের অভিযোগ, অবরোধ তুলতে যথেচ্ছ ভাবে লাঠিচার্জ, রবারের গুলি ও টিয়ারগ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ। ছাত্র-পুলিশ সংঘর্ষে প্রাণ হারিয়েছে রাজেশ সরকার নামে এক পড়ুয়া। আহত আরও দুই ছাত্র,তিন পুলিশ কর্মী, ও চার জন গ্রামবাসী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বসানো হয়েছে পুলিশ পিকেট।
Be the first to comment