ভিক্টোরিয়া লেকে ডুবে গেলো যাত্রীবোঝাই নৌকা, মৃত কমপক্ষে ৪০

Spread the love
অতিরিক্ত যাত্রী চাপিয়ে নৌকা চালাতে গিয়েই ঘটল বিপত্তি। লেকের মাঝ বরাবর গিয়ে ডুবে গেল শতাধিক যাত্রীবোঝাই নৌকা। ঘটনায় মৃত অন্তত ৪০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। জলে তলিয়ে গিয়েছেন বহু যাত্রী। যাঁদের মধ্যে ১০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভিক্টোরিয়া লেকে ছোট নৌকা বা বোটে করেই যাত্রী পারাপার করা হয়। সরকারি সূত্র বলছে, উকোরা এবং বুগোলোরা দ্বীপের মাঝে ডুবে গিয়েছে এমভি নায়েরে নামে একটি বোট। সেটিতে দু’শোর বেশি যাত্রী চাপানো হয়েছিল। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। যুদ্ধকালিন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন।
অন্য দিকে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, বোটটিতে চাপানো হয়েছিল ৪০০-রও বেশি যাত্রী। যাদের মধ্যে প্রায় দু’শো যাত্রীর এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতরের তৎপরতায় উদ্ধার করা হয়েছে প্রায় ১০০ জন যাত্রীকে, যাঁদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক।
রয়টার্স সূত্রে খবর, বোটের টিকিট যাঁর কাছে ছিল সেই ব্যক্তিরও জলে ডুবে মৃত্যু হয়েছে। ফলে, ঠিক কতজন বোটটিতে উঠেছিলেন তার সঠিক তথ্য পাওয়া যায়নি।
রিজিওনাল কমিশনার আদম মালিমার কথায়, ‘‘আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। মৃতের সংখ্যা যেন না বাড়ে।’’
ভিক্টোরিয়া লেকে এর আগেও বহুবার এমন বিপর্যয় ঘটেছে। ছোট বোটে অধিক যাত্রী বোঝাই করে পারাপার করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। ২০১২ সালে ভারত মহাসাহরের জাঞ্জিবার দ্বীপে যেতে গিয়ে নৌকা উল্টে মৃত্যু হয়েছিল প্রায় ১৪৫ জন যাত্রীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*