সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল অধীর চৌধুরীকে। পদে এলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র। অধীর চৌধুরী যে প্রদেশ সভাপতির পদ খোয়াবেন, এমন জল্পনা আগেই তৈরি হয়েছিল। নতুন সভাপতি কে হবেন, তা নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছিল কংগ্রেসের অন্দরমহলে। শোনা যাচ্ছিল, নতুন সভাপতির তালিকায় প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সি, প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ও মৌসম বেনজির নূরের নামও ছিল ৷
তবে দীর্ঘ দু’ দশক পর প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ফিরলেন তিনি। এদিন খবরটি প্রকাশ্যে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমেন বাবু জানান, তিনি কখনই নিজের জন্য দ্রবার করেন নি। তবে হাইকম্যান্ড তাঁর উপর যে যে আস্থা দেখিয়েছেন তাঁর মর্যাদা রক্ষা করার চেষ্টা করবেন তিনি।
আর এরপরই শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে মুহুর্মুহু ফোন আসতে থাকে তাঁর কাছে। ফোন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও। তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে আমরা হাতে হাত মিলিয়ে একসঙ্গে লড়বো।
প্রসঙ্গত, গত মাসেই প্রদেশ নেতাদের নিয়ে দিল্লিতে বৈঠক ডেকেছিলেন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। সেখানে উপস্থিত ছিলেন অধীর।
Be the first to comment