অফিস থেকে বাড়ি ফেরার পথে হেনস্থার শিকার এক তরুণী, গ্রেফতার ৫

Spread the love
অফিস থেকে বাড়ি ফিরছিলেন বছর একুশের তরুণী। অভিযোগ, সেই সময়েই হেনস্থার শিকার হন তিনি। পুলিশ জানিয়েছে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। জিজ্ঞাসাবাদের জন্য আরও দু’জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গুরগাঁওতে। পুলিশ জানিয়েছে একটি তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি করেন ওই তরুণী। অভিযোগ, বৃহস্পতিবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় হেনস্থার শিকার হন তিনি।
পুলিশের কাছে ওই তরুণী অভিযোগ জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ নিজের আবাসনে ফিরেছিলেন তিনি। সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় একতলা থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পান । কী হচ্ছে তা দেখতে গিয়ে দেখেন বেশ কয়েকজন যুবক উদ্দাম পার্টিতে ব্যস্ত। আর সেই আওয়াজেই অতিষ্ঠ হয়ে উঠেছেন আবাসনের বাকি বাসিন্দারা। তরুণী জানিয়েছেন, একতলায় গোটা ঘটনা পর্যবেক্ষণ করার সময় তাঁর হাতে থেকে টিফিনবক্স পড়ে যায়। আর তখনই ওই যুবকদের নজরে পড়ে যান তরুণী। অভিযোগ, এরপর একজন মত্ত যুবক ফ্ল্যাট থেকে বেড়িয়ে এসে টেনে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কোনওমতে পালিয়ে আসেন তরুণী। বাড়ি এসে নিজের মা-বাবাকে সব ঘটনা খুলে বলায় তাঁরা সব ঘটনা প্রতিবেশীদের জানান। এরপর আবাসনের বাসিন্দারা ওই যুবকদের পার্টি বন্ধ করতে বলায় বাসিন্দাদের উদ্দেশ্যে তীব্র গালিগালাজ করতে শুরু করে ওই যুবকরা। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মুকেশ, অভিষেক, সচিন, সাওয়ান এবং অঙ্কিত নামের পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পালানোর চেষ্টা করেছিল আরও দু’জন। হেমন্ত আর কমল। তাদেরকেও পাকড়াও করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*