টালা ট্যাঙ্ক থেকে কলকাতায় জল সরবরাহের জন্য যে পাইপ লাইনগুলি ব্যবহার করা হয়, তার মধ্যে সবথেকে বড় পাইপ লাইনে ফাটল ধরা পড়েছে। দ্রুত এই পাইপ লাইন মেরামতির প্রয়োজন। সেই কারণে শনিবার কলকাতার বিস্তীর্ণ অংশে জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে পুরসভার তরফে।
কলকাতা পুরসভা সূত্রে খবর, টালা ট্যাঙ্ক থেকে চারটি জোনে ভাগ হয়ে জল সরবরাহের পাইপ লাইনগুলি শহরে ছড়িয়ে পড়েছে৷ আর এই পাইপ লাইনগুলির মধ্যে আকারে সবচেয়ে বড় ৭২ ইঞ্চির একটি পাইপ লাইন৷ ওই পাইপ লাইনেই ফাটল ধরা পড়েছে দিন কয়েক আগে৷ চিৎপুর রেল ইয়ার্ডের কাছে ওই ফাটল থেকে ক্রমাগত জল বের হচ্ছে৷ জল অপচয় যাতে না হয়, সেই কারণে শুক্রবার থেকে সেই ফাটল মেরামত করার কাজ শুরু করা হয়েছে কলকাতা পুরসভার তরফে৷
আর এই কাজের জন্য উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে৷ শনিবার সকাল দশটা থেকেই বন্ধ হয়ে গিয়েছে জল সরবরাহ৷ ফলে দিনভর ভোগান্তির শিকার হতে হবে স্থানীয় বাসিন্দাদের। তবে পুরসভার তরফে আগেই বিভিন্ন খবরের কাগজ ও সংবাদ মাধ্যমে এই বিষয়ে নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল। ফলে আগে থেকে ওই সব ওয়ার্ডের বাসিন্দারা জানতেন এই খবর৷ তাই আগে থেকে কিছুটা হলেও জলের ব্যবস্থা করে রাখতে পেরেছিলেন তাঁরা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতার ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৯০ ও ৯১ নম্বর ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ করা হয়েছে৷ আগামিকাল, রবিবার থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে জানানো হয়েছে পুরসভার তরফে৷
Be the first to comment