পাকিস্তানকে একার কাঁধে ম্যাচ জেতালেন শোয়েব মালিক, জিইয়ে রাখলেন কিছুটা আত্মবিশ্বাস

Spread the love
শেষ ওভারে জয়ের জন্য দরকার ১০ রান। প্রথম বলে সিঙ্গল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না। দ্বিতীয় বলে ৬, তৃতীয় বলে ৪। তিন বল বাকি থাকতে পাকিস্তানকে একার কাঁধে ম্যাচ জেতালেন বহু যুদ্ধের নায়ক শোয়েব মালিক। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে নামার আগে কিছুটা হলেও আত্মবিশ্বাস জিইয়ে রাখলেন পাকিস্তানের জন্য।
টস জিতে প্রথম ব্যাটিং করে পাক বোলারদের বিরুদ্ধে ছ’ উইকেটে ২৫৭ রান তোলে আফগানিস্তান৷ আফগানিস্তান প্রথম ম্যাচে বাংলাদেশ এবং পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ বি থেকে সেরা দল হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছিল৷ এ দিন পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচেও আধিপত্য বজায় রাখেন আফগান ক্রিকেটাররা৷
ওপেনাররা ইনিংসের ভিত মজুবত করতে না-পারলেও প্রথমে রহমত শাহ এবং পরে হাসমাতুল্লাহ শাহিদি এবং ক্যাপ্টেন আসগর আফগানের ব্যাটিং দাপটে আ়ড়াইশো রানের গণ্ডি টপকায় আফগানিস্তান৷ চতুর্থ উইকেটে শাহিদি ও আসগর ৯৪ রানের দুরন্ত পার্টনারশিপ গড়ে আফগান ইনিংসকে এগিয়ে যান৷ ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন আফগান ক্যাপ্টেন৷ ৫৬ বলের ইনিংসে ৫টি ছক্কা ও দু’টি বাউন্ডারি মারেন আসগর৷ আর ১১৮ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন শাহিদি৷ এছাড়া ৩৬ রান করেন রহমত৷
রান তাড়া করতে গিয়ে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের৷ ইনিংসের প্রথম ওভারেই স্কোরবোর্ডে কোনও রান যোগ করার আগেই ড্রেসিংরুমে ফেরেন ফাখার জামান৷ প্রথম ওভারের শেষ বলে তাঁকে এলবিডব্লিউ করেন মুজিব-উর রহমান৷ কিন্তু ইমাম-উল হক ও বাবর আজমের দুরন্ত লড়াইয়ে ম্যাচে ফেরে পাকিস্তান৷ দ্বিতীয় উইকেটে ১৫৪ রান যোগ করে পাকিস্তানকে ম্যাচে ফেরায় ইমাম-আজম জুটি৷
কিন্তু ইমাম ও আজমকে দ্রুত প্যাভিলিয়নে ফিরিয়ে ম্যাচে ফেরে আফগানিস্তান৷ ব্যক্তিগত ৮০ রানে রান-আউট হন ইমাম৷ আর ৬৬ রানে রশিদ খানের শিকার হন বাবর আজম৷ তার পর পাকিস্তান দ্রুত চার উইকেট হারালেও শোয়েবের হার না-মানা মনোভাবের কাছে হার মানে আফগানিস্তান৷ শোয়েবের অভিজ্ঞতার কাছে হার মানেন আফগান ক্রিকেটার৷ ৪৩ বলে ৫১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচের সেরা পুরস্কার জিতে নিলেন শোয়েব৷ রশিদ খান ৪৩ রান দিয়ে তিনটি এবং মুজিব ৩৩ রান দিয়ে ২টি উইকেট নেন৷
শেষ ওভারে শোয়েব মালিকের ছক্কা ও চারে তিন বল বাকি খাকতেই ম্যাচ পকেটে পুরে নিল পাকিস্তান৷ সুপার সানডে ভারত-পাক মহারণের আগে স্বস্তি ফিরল পাক শিবিরে৷ গ্রুপের প্রথম ম্যাচে ভারতের কাছে নাস্তানাবুদ হওয়াার পর এ দিন আফগানিস্তানের কাছে হারলে আত্মবিশ্বাস তলানিতে ঠেকত সরফরাজ আহমেদদের৷ কিন্তু তা হতে দেননি ভারতের জামাই শোয়েব মালিক৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*