২৮ নভেম্বর থেকে ওড়িশার ভুবনেশ্বরে শুরু হতে চলেছে হকি বিশ্বকাপ, উদ্বোধন করবেন এ আর রহমান

Spread the love
আর মাত্র দু’মাস বাকি। ২৮ নভেম্বর থেকে ওড়িশার ভুবনেশ্বরে শুরু হতে চলেছে হকি বিশ্বকাপ। কিন্তু তার আগেই ২৭ তারিখ হবে উদ্বোধন। আর এ বারের হকি বিশ্বকাপ উদ্বোধন করবেন কিংবদন্তি সঙ্গীত পরিচালক এ আর রহমান।
আসন্ন হকি বিশ্বকাপে এ বারের টাইটেল সং.. ‘জয় হিন্দ, জয় ইন্ডিয়া’৷ প্রখ্যাত গীতিকার ও কবি গুলজারের লেখা বিশ্বকাপের অফিসিয়াল সং-এ সুর দিয়েছেন কিংবদন্তি সঙ্গীত পরিচালক এ আর রহমান৷ শুক্রবার ওড়িশা সরকারের তরফে এমনটাই জানানো হয়৷
চলতি বছর ২৮ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বসছে ১৪তম পুরুষ হকি বিশ্বকাপের আসর৷ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্মও করবেন বিখ্যাত সুরকার এ আর রহমান৷ দেশের তৃতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন গুলজার ও রহমান৷ এ ছাড়াও দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন গুলজার৷ কিংবদন্তি এই গীতিকার ও সুরকারের অংশগ্রহণে উচ্ছ্বসিত ওড়িশা সরকার৷
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক টুইটারে জানান, ” আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, দেশের গর্ব এ আর রহমান হকি বিশ্বকাপের টাইটেল সং গাইবেন কিংবদন্তি গীতিকার গুলজারের কথায়৷ এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রহমান৷ এটাই হবে ওড়িশায় রহমানের প্রথম কোনও লাইভ পারফরম্যান্স৷ ”
‘জয় হিন্দ, জয় ইন্ডিয়া’র মাধ্যমে বার্তা দেওয়াই হবে আমাদের লক্ষ্য৷ এমনটাই জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী৷ ভিডিও সং-এ রহমানের সঙ্গ দেবেন ভারতীয় দলের হকি খেলোয়াড়রা৷ ২৮ নভেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হলেও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে তার আগের দিন অর্থাৎ ২৭ নভেম্বর ভুবনেশ্বরে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*