অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালিতে তেলেগু দেশম পার্টির বর্তমান ও প্রাক্তন বিধায়ককে গুলি করে খুন করল মাওবাদীরা। রবিবার বিশাখাপত্তনম থেকে ১২০ কিলোমিটার দূরে থুতাঙ্গি গ্রামে মাওবাদীরা হামলা চালায় দুই টিডিপি নেতার উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় আরাকু কেন্দ্রের বিধায়ক কিদারি সর্বেশ্বর রাও এবং প্রাক্তন বিধায়ক কিদারি সোমার।
একটি সরকারি অনুষ্ঠান যোগ দিতে যাচ্ছিলেন দু’জনে। প্রাথমিকভাবে জানা গেছে, ৪০-৫০ জনের একটি মাওবাদীদের দল ঘিরে ফেলে সর্বেশ্বর রাওদের গাড়ি। তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় দু’জনকে।
ঘটনার খবর থুতাঙ্গি গ্রামে পৌঁছয় মাওবাদী মোকাবিলার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত গ্রেহাউন্ড বাহিনী। কিন্তু ততক্ষণে সব শেষ। মনে করা হচ্ছে ওড়িশা-অন্ধ্র সীমানায় দায়িত্বপ্রাপ্ত মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য রামকৃষ্ণনের নেতৃত্বে এই হামলা চালান হয়েছে।
সর্বেশ্বর রাও ওয়াইএসআর কংগ্রেসের হয়ে ভোটে জিতেছিলেন। তারপর ২০১৬ সালে যোগ দেন চন্দ্রবাবু নায়ডুর দলে। তাঁকে বিধানসভায় সরকারের মুখ্য সচেতকও করা হয়েছিল।
২০০৩ সালের ১ অক্টোবর তিরুমালা ঘাট রোডে এরকমই এক মাওবাদী হামলায় জীবন সংশয় হয়ে গেছিল চন্দ্রবাবু নায়ডুর। তখনও তিনি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ল্যান্ডমাইন দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর কনভয়। বুলেটপ্রুফ গাড়ি থাকায় প্রাণে বাঁচেন দক্ষিণের এই নেতা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। দলের প্রাক্তন ও বর্তমান বিধায়কের খুনের পর তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু। তিনি বলেন, “এই হামলা গণতন্ত্রের উপর আঘাত। ওঁরা উপজাতি অধ্যুষিত অনগ্রসর এলাকায় কাজ করতে গিয়েছিলেন। রাজ্য প্রশাসন এই কঠোর ব্যবস্থা নেবে মাওবাদীদের বিরুদ্ধে।”
Be the first to comment