পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করায় গ্রেপ্তার BJP-র জেলা সভাপতি শংকর চক্রবর্তী

Spread the love
ইসলামপুরে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করায় গ্রেপ্তার করা হল BJP-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি শংকর চক্রবর্তীকে। মন্তব্যের ফুটেজ সংগ্রহ করে পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে। আজ দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে করণদিঘির থানার বোতলবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শংকর চক্রবর্তীকে।
আজ ইসলামপুরে একটি সভায় পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করেন শংকর চক্রবর্তী। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “পুলিশ অত্যাচার চালালে, নিয়ম না মানলে আপনারাও রুখে দাঁড়ান। ঘরে থাকা বঁটি, লাঠি দিয়ে আক্রমণ করুন। বেঁধে পেটান। পুলিশের ছোড়া গুলিতে দুটি প্রাণ গিয়েছে। প্রয়োজনে আরও হাজার বুক আমরা পেতে দেব। তবে পুলিশি অত্যাচারের সামনে মাথা নত করব না।” ইসলামপুরে ছাত্রমৃত্যু প্রসঙ্গে তিনি আরও বলেন, “পুলিশ গুলি করে দু’জন ছাত্রকে মেরে ফেলেছে। এলাকায় আতঙ্কের বাতাবরণ তৈরি করছে। দুটি প্রাণ কেড়ে নেওয়ার পর এখনও কেউ গ্রেপ্তার হয়নি। উলটে যারা BJP করছে তাদের রাতের বেলা ধরছে।”
শুধু ছাত্রমৃত্যু নয়, অন্য বিষয়েও পুলিশকে আক্রমণ করেন শংকর চক্রবর্তী। এলাকার মানুষদের বার্তা দিয়ে বলেন, “রক্ষক ভক্ষক হলে কাউকে না কাউকে আওয়াজ তুলতে হবে। তাই আমি বলে দিয়ে এসেছি, পুলিশ যদি রাতের বেলা ঢোকে, মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা করে, পুলিশ আইন না মানলে আত্মরক্ষার স্বার্থে মহিলারা আইন হাতে তুলে নেবেন। বাঁশ, বঁটি যা থাকবে তা দিয়ে পুলিশকে কাউন্টার করবেন। পুলিশকে সবরকমভাবে অসহযোগিতা করবেন। কোথাও অসুস্থ কুকুর পড়ে থাকলে তাকে হাসপাতালে নিয়ে যাবেন কিন্তু পুলিশকর্মী অসুস্থ হয়ে পড়ে থাকলে তাঁর দিকে ফিরেও তাকাবেন না।”
এই সব মন্তব্যের পাশাপাশি শংকর চক্রবর্তী পুলিশকে বয়কটের ডাক দেন। কড়া ভাষায় জানিয়ে দেন, “৫২ মাস জেল খাটতে হলেও উত্তর দিনাজপুরে গুন্ডামি চলতে দেব না।” এই সব মন্তব্যের পরই শংকর চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*