পাকিয়াংয়ে সোমবার রাজ্যের প্রথম বিমানবন্দর উদ্বোধন করলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Spread the love

সিকিমের রাজধানী গ্যাংটক থেকে চার কিলোমিটার দূরে ছবির মতো একটা জায়গার নাম পাকিয়াং। সোমবার সেখানে রাজ্যের প্রথম বিমানবন্দর উদ্বোধন করলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে সিকিমে পর্যটন ব্যবসায় বিশেষ উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

এটি দেশের ১০০ তম বিমানবন্দর । তা বানাতে খরচ হয়েছে ৬০৪ কোটি টাকা।  বিমানবন্দরটি ভারত-চিন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত।

সেখানে বাণিজ্যিক ভিত্তিতে বিমানের ওঠানামা শুরু হবে ৪ অক্টোবর থেকে। বিমানবন্দর উদ্বোধনের পর স্থানীয় এক স্কুলের মাঠে জনসভা করেন মোদী।  তিনি বলেন, এই এয়ারপোর্ট আমাদের ইঞ্জিনিয়ারদের কারিগরি দক্ষতার নিদর্শন। যে ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা এই বিমানবন্দরের পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিয়েছেন, তাঁদের অভিনন্দন জানাই। এখন উত্তরপূর্ব ভারতে অনেক কাজ হচ্ছে। অনেক বিমানবন্দর, রেলপথ হচ্ছে। এমন সব জায়গায় বিদ্যুৎ পৌঁছচ্ছে যেখানে স্বাধীনতার পর থেকে কেউ বিদ্যুতের আলো দেখেনি।

বিমানবন্দর উদ্বোধনের জন্য রবিবার হেলিকপ্টারে চড়ে গ্যাংটকে পৌঁছন মোদী।  তাঁকে অভ্যর্থনা জানান রাজ্যপাল গঙ্গাপ্রসাদ ও মুখ্যমনেত্রী পবন চামলিং।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*