দলে উন্নয়ন না করলে, মানুষকে পরিষেবা না দিলে তৃণমূলে তাঁর কোনও জায়গা নেই- অনুব্রত মণ্ডল

Spread the love

দিন কয়েক আগেই বলেছিলেন পঞ্চায়েত বোর্ড গঠনে বিশৃঙ্খলা করলে ব্লক সভাপতিকে সাসপেন্ড করবেন ও অঞ্চল সভাপতিকে জেলে ভড়ে দেবেন। ফের দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

বোলপুরে জেলার দলীয় বৈঠকে দলীয় নেতা, কর্মীদের অনুব্রত জানান, কাজ না করলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দলে রাখবেন না৷ দলে উন্নয়ন না করলে, মানুষকে পরিষেবা না দিলে তৃণমূলে তাঁর কোনও জায়গা নেই৷ রবিবার বৈঠকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতির নাম ঘোষণা করেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ তবে কর্মাধ্যক্ষদের নাম এখনও ঘোষণা করা হয়নি৷ জেলা সভাপতি জানান, পুজোর পর তাঁদের নাম ঘোষণা করা হবে৷

ফের পাঁচ বছরের জন্য জেলা পরিষদের সভাধিপতি করা হল বিকাশ রায় চৌধুরিকে৷ সহ-সভাধিপতি হলেন নন্দেশ্বর মণ্ডল৷ আগামী পাঁচ বছরে জেলা পরিষদ কী কাজ করবে সাংবাদিক সম্মেলনে এ দিনই তার ফিরিস্তি তুলে ধরেন অনুব্রত৷ বলেন, গত পাঁচ বছরে জেলা পরিষদের সমস্ত রাস্তাঘাটের কাজ শেষ হয়ে গিয়েছে৷ এবং তা যথেষ্ট ভালোভাবেই হয়েছে৷ এ বার দলের তরফে সভাধিপতিকে আমরা বলব, এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে মানুষের যাতে যোগাযোগের অসুবিধা না হয় তার কাজ আগামী পাঁচ বছরের মধ্যে শেষ করতে হবে৷
অনুব্রত বলেন, পাঁচ বছর সভাধিপতি ভালো কাজ করেছেন৷ এ দলে ভালো কাজ না করলে, উন্নয়ন না করলে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রাখবেন না৷ এরপরই বীরভূমের এই দুঁদে নেতার হুঁশিয়ারি, এ দলে থেকে কেউ যদি অন্যায় করে তাঁকে কিন্তু কোনও ভাবেই রেয়াত করা হবে না৷ মানুষের পাশে সবসময় থাকতে হবে৷ মানুষের জন্য কাজ করতে হবে৷

এর আগে গত রবিবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহেও দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন অনুব্রত মণ্ডল৷ সেখানে ১৯টি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতির নাম ঘোষণা করা হয়৷ সেখানেও এই একই বার্তা শোনা গিয়েছিল অনুব্রতর মুখে৷ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, দলের কোনও নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলে আর তা প্রমাণিত হলে কোনও ভাবেই দোষীকে রেয়াত করা হবে না৷ কড়া পদক্ষেপ করবে দল৷ এদিনও সেই সুর শোনা গেল বীরভূম তৃণমূল জেলা সভাপতির গলায়৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*