আদিবাসী সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’-এর ডাকা অবরোধ কর্মসূচির জেরে সোমবার সকাল থেকেই রাজ্য জুড়ে অবরুদ্ধ হয়ে পড়ল একাধিক জাতীয় সড়ক, ব্যাহত হল দক্ষিণ-পূর্ব রেল পরিষেবা। আদিবাসীদের শিক্ষা সংক্রান্ত ও সামাজিক নানা দাবিতে সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে আজ এই কর্মসূচি নিয়েছিল পারগানা মহল।
রবিবার সন্ধেয় পারগানা মহলের কর্মী সমর্থকরা বেলপাহাড়ির শিলদা চকে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন । তাঁদের অভিযোগ ছিল প্রশাসন এইআন্দোলন ভাঙার চক্রান্ত করছে । এ দিন সকাল ৬টা থেকে ফের শুরু হয় অবরোধ। ৬ নম্বর জাতীয় সড়কের খেমাশুলিতে পথ অবরোধ করে এই আদিবাসী সংগঠনের সদস্যরা।
পাশাপাশি, একাধিক জায়গায় রেল অবরোধও করা হয়। উড়িষ্যার ভিতর প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত অবরুদ্ধ হয়ে আছে জাতীয় সড়ক। ফলে রাস্তার উপর দাঁড়িয়ে পড়েছে অনেক পণ্যবাহী ট্রাক। সকাল থেকেই যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেও চলছে আন্দোলন। পাশাপাশি, রেল অবরোধ চলছে হাওড়া, খড়্গপুর শাখার বালিচক, খড়্গপুর স্টেশনের মাঝখানে খেমাশুলি, বাঁকুড়ার ছাতনা, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। খেমাশুলিতে টাটা-খড়গপুর আপ ও ডাউন লাইনে চলছে অবরোধ। ফলে বাতিল হয়েছে বহু লোকাল ট্রেন। তা ছাড়া, এই স্টেশনগুলিতে অনেক ট্রেনও অবরোধের জেরে দাঁড়িয়ে পড়েছে। রেল পরিষেবা ব্যাহত হয়ে চরম দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা।
আদিবাসী সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’-এর ডাকা অবরোধ কর্মসূচির জেরে সোমবার সকাল থেকেই রাজ্য জুড়ে অবরুদ্ধ হয়ে পড়ল একাধিক জাতীয় সড়ক, ব্যাহত হল দক্ষিণ-পূর্ব রেল পরিষেবা। আদিবাসীদের শিক্ষা সংক্রান্ত ও সামাজিক নানা দাবিতে সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে আজ এই কর্মসূচি নিয়েছিল পারগানা মহল।
Be the first to comment