মাঝ আকাশে গো এয়ার কোম্পানির প্লেনের দরজা ধরে টানাটানি করছিলেন এক যুবক। তা দেখে কয়েকজন যাত্রী ভয় পেয়ে ডাকেন বিমানকর্মীদের।তাঁরা যুবকটিকে পাকড়াও করেন সঙ্গে সঙ্গে। তাঁকে তুলে দেন সিআইএসএফের হাতে। জেরায় যুবকটি বলে, সে বিমান থেকে বেরনোর দরজাকে ওয়াশরুমের দরজা ভেবেছিল।
শনিবার বিমানটি যাচ্ছিল দিল্লি থেকে পাটনা। যে যুবকটির কাণ্ডকারখানাকে কেন্দ্র করে বিমানে আতঙ্ক ছড়ায় সে রাজস্থানের এক নামি ব্যাঙ্কের কর্মী। বয়স তিরিশের কাছাকাছি। পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমান বন্দরে প্লেন নামার পরে তাঁকে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়। সিআইএসএফ তাঁকে তুলে দেয় এয়ারপোর্ট পুলিশের হাতে। জেরায় তিনি বলেন, এই প্রথমবার গো এয়ারের প্লেনে ভ্রমণ করছিলেন। কাজেই ওয়াশরুমের দরজা ও বেরনোর দরজা গুলিয়ে ফেলায় আশ্চর্যের কিছু নেই।
গো এয়ার জানিয়েছে, চেষ্টা করলেও মাঝ আকাশে প্লেনের দরজা খোলা সম্ভব নয়। পুলিশ জানিয়েছে, ছেলেটি সত্য বলছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
Be the first to comment