স্টার্লিং বায়োটেকের দুই মালিকের ৪৭০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি; পড়ুন!

Spread the love
গুজরাতের ভাদোদরায় স্টার্লিং বায়োটেকের দুই মালিক চেতন সন্দেসরা ও তাঁর ভাই নীতিন এক ডজন ব্যাঙ্ককে ঠকিয়ে ঋণ নিয়েছিলেন ৫৭০০ কোটি টাকা। তাঁরা যে ব্যাঙ্ককে ঠকিয়েছেন, সে কথা জানতে পারার আগেই বিদেশে পালিয়ে গিয়েছেন দুই ভাই। তাঁরা এখন নাইজেরিয়ায় আছেন বলে জানা যাচ্ছে। ওই দেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দুই ভাইয়ের ৪৭০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।  কিন্তু তাদের কীভাবে হাতে পাওয়া যাবে, তা এখনও স্থির করা যায়নি।
কয়েকমাস আগেই জানা যায়, পঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ১৩ হাজার কোটি টাকা ঠকিয়ে নিয়ে দুই ব্যবসায়ী নীরব মোদী ও মেহুল চোকসি বিদেশে পালিয়েছেন। তার পরে ভাদোদরার ঘটনা জানা গেল। পিএনবি কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে জাতীয় রাজনীতিতে। এর পরে চেতন সন্দেসরা ও তাঁর ভাই নীতিনের কীর্তি সেই বিতর্কে ইন্ধন যোগাবে বলে পর্যবেক্ষকদের ধারণা।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, দুই ভাইয়ের নামে লুক আউট নোটিস বেরনোর আগেই তাঁরা দেশ ছেড়ে পালিয়ে যান।  ২০১৭ সালের অগাস্টে তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়।  অক্টোবরের শেষে সিবিআই তাঁদের বিরুদ্ধে মামলা করে।  তাদের যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে আছে ৪ হাজার একর জমি, কারখানার যন্ত্রপাতি, বিভিন্ন কোম্পানির ২০০ টি ব্যাংক অ্যাকাউন্ট, ৬ কোটি ৬৭ লক্ষ টাকার শেয়ার ও বিলাসবহুল কয়েকটি গাড়ি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*