আন্তর্জাতিক কেরিয়ারে ১০ হাজারের গণ্ডি তিনি অনেক আগেই পেরিয়েছেন। তবে সেই রানের মধ্যে ঢুকে আছে এশিয়া একাদশের হয়ে ধোনির করা ১৭৪ রানও। দেশের হয়ে একদিনের আন্তর্জাতিকে ১০ হাজার রানের রেকর্ড গড়তে হলে মহেন্দ্র সিং ধোনিকে করতে হবে আরও ৯৫ রান। মঙ্গলবার আফগানদের বিরুদ্ধে ধোনি ৯৫ রান করলেই ভারতের হয়ে ১০ হাজার রানের মালিক হবেন তিনিও।
অতীতে কেবল একদিনের আন্তর্জাতিকে ভারতের হয়ে ১০ হাজার রানের নজির গড়েছেন মাত্র তিন ভারতীয় ক্রিকেটার। শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়-এই তিন ক্রিকেটারই এর আগে ভারতের হয়ে ১০ হাজার রান করেছেন। একদিনের ক্রিকেটে ধোনি ১০ হাজার রান করতে পারলে তিনি হবেন চতুর্থ ভারতীয়, যিনি গড়বেন এই বিরল নজির।
রশিদ খানদের বিরুদ্ধে নামার আগেই এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে ভারত। তাই তৃতীয় ম্যাচ স্রেফ নিয়মরক্ষার। ফলে এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে ভারতীয় দলে। তার মধ্যে অন্যতম, টসে জিতলে হয়তো প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দেখা যেতে পারে রোহিত শর্মাকে। ব্যাটিং অর্ডারেও বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। যাঁরা আগের ম্যাচগুলোতে বেশি খেলার সুযোগ পাননি, তাঁদের আগের দিকে নামানো হতে পারে। ফলে বেশিক্ষণ ব্যাট করার সুযোগ পেতে পারেন মাহি। রশিদ খান, মুজিবুর রহমানদের বিরুদ্ধে এই সুযোগ পেলে ধোনি কীভাবে তা কাজে লাগান, সেটাই দেখার।
উল্লেখ্য, ভারতের হয়ে ৫০০ ম্যাচ খেলার নজির আগেই তৈরি করেছিলেন। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমে রাহুল দ্রাবিড়কেও টপকে গেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টেস্ট, একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি- এই তিন ফরম্যাট মিলিয়ে মোট ৫০৪টি ম্যাচ খেলেছিলেন দ্রাবিড়। এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমে দ্রাবিড়ের সেই নজির টপকে নয়া মাইলস্টোন খাড়া করলেন মাহি। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০৫টি ম্যাচ খেলে ফেললেন তিনি।
এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ৯০টি টেস্ট, ৩২২টি একদিনের আন্তর্জাতিক এবং ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এমএসডি। যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর আগে রয়েছেন একমাত্র শচীন তেণ্ডুলকর। কিংবদন্তীর নামের পাশে রয়েছে ৬৬৪টি ম্যাচ। উল্লেখ্য, শচীন এবং রাহুল, দুজনেই তাঁদের ক্রিকেট জীবনে মাত্র একটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
Be the first to comment