মঙ্গলবার সকাল থেকে বেশ রোদ ঝলমলে আবহাওয়া ছিল। কিন্তু বেলা গড়াতেই কলকাতার আকাশ ঢেকে গেল মেঘে। কিছু কিছু জায়গায় মুষলধারে বৃষ্টি নামল। কোথাও বা ঝিরঝির।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই এই বৃষ্টি। প্রথমে উত্তর কলকাতায় শুরু হয় বৃষ্টি। তারপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে মধ্য থেকে দক্ষিণ কলকাতায়। উত্তর কলকাতার কলেজ স্ট্রিট, আর্মহার্স্ট স্ট্রিট এলাকায় ভালো বৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টি হয়েছে বালিগঞ্জ, ঢাকুরিয়া, সল্টলেক প্রভৃতি এলাকায়। ঘণ্টা খানেকের মুষলধারে বৃষ্টিতে বেশ কিছু জায়গায় জল জমে যায়।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এই বৃষ্টির সঙ্গে নিম্নচাপের কোনও যোগ নেই। শুধুমাত্র শহর কলকাতা ও আশেপাশের এলাকাতেই স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে এই বৃষ্টি হয়েছে। ফলে এই বৃষ্টি দীর্ঘক্ষণ স্থায়ী হবে না বলেই জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, সময়ের সঙ্গে সঙ্গে কমে যাবে বৃষ্টি। বিকালের পর থেকে মেঘ অনেকটাই কেটে যাবে।
তবে এই বৃষ্টির ফলে গরম থেকে কিছুটা হলেও স্বস্তির আশ্বাস মিলবে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের তরফে। সোমবার বিকেলের পর থেকে মেঘলা আকাশ থাকায় যে গুমোট ভাব ছিল, তা আর থাকবে না বলেই জানিয়েছেন তাঁরা। রাতের দিকে ফের কোনও কোনও জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।
পুজোর ঠিক আগেই এরকম বৃষ্টি হওয়ায় শহরবাসীর মনে আশঙ্কা দেখা দিয়েছিল, ফের কি পুজো এ বার ভাসতে চলেছে? তবে আবহাওয়া দফতরের এই আশ্বাসে কিছুটা হলেও স্বস্তিতে শহরবাসী।
Be the first to comment