বুধবার বিজেপির ডাকা বাংলা বনধের মোকাবিলায় কড়া অবস্থান রাজ্য সরকারের। বনধের দিন কোনও সরকারি কর্মী অফিসে হাজির না থাকলে বা অর্ধেক ছুটি নিলে, তাঁর বেতন ও ছুটিতে কোপ পড়বে। বনধের আগের ও পরের দিনও ছুটি নেওয়া চলবে না। ছুটি নিলে কাটা যেতে পারে তিন দিনের বেতনও ৷
এদিকে, বনধের দিন সাধারণ মানুষের যাতে কোনোরকম অসুবিধা না হয়, তার জন্য রাস্তায় নামবে অতিরিক্ত বাস, ট্রাম। অশান্তি হলেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ। জানা গিয়েছে, বুধবার রাস্তায় বেরিয়ে কারও যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য অতিরিক্ত বাস, ট্রাম, জলযান চালাবে পরিবহণ দফতর। বিজেপির বনধকে অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
Be the first to comment