পাঁচ বছর ধরে সন্তানকে প্লাস্টিকে মুড়িয়ে লকারে লুকিয়ে রেখেছিলেন মা। এমন ঘটনাই ঘটেছে টোকিওতে। মঙ্গলবার এই ঘটনায় ৪৯ বছরের এক মহিলাকে গ্রেফতার করেছে টোকিও পুলিশ। পুলিশ জানিয়েছে, মহিলা নিজেই থানায় এসে জানিয়েছেন এই কথা।
কিন্তু কেন এমন করলেন ওই মহিলা?
পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছেন, বছর পাঁচেক আগে একটি মৃত সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। কেউ যাতে ব্যাপারটা জানতে না পারে সেই জন্যেই টোকিওর উগুইসুদানি রেল স্টেশনের একটি লকারে মৃত সন্তানের দেহ পাঁচ বছর ধরে প্লাস্টিকে মুড়ে লুকিয়ে রেখেছিলেন ওই মহিলা। পুলিশ জানিয়েছে গত পাঁচ বছর ধরে নিয়মিত ওই লকারের ভাড়াও দিয়ে আসছেন মহিলা।
মহিলার বক্তব্য অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে ওই লকার খোলে পুলিশ। আর খুঁজে পায় প্লাস্টিকে মোড়া বেশ কিছু হাড়গোড়। পুলিশের কাছে মহিলা জানিয়েছেন, তাঁর সঙ্গীর সঙ্গেও সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। তাঁকে বাড়ি থেকেও বের করে দিয়েছেন তাঁর পার্টনার। কিন্তু ওই বাড়িতেই ভুল করে লকারের চাবি ফেলে এসেছেন তিনি। পাছে কেউ পুরো ব্যাপারটা জেনে না ফেলে, সেই ভয়েই পুলিশের কাছে এসে সব খুলে বলেছেন ওই মহিলা।
ঘটনার তদন্তে নেমেছে টোকিও পুলিশ।
Be the first to comment