বিমানে সফর করার সময় নিজের হ্যান্ডব্যাগে রাখতে পারবেন জলের বোতল বা শ্যাম্পুর মতো জিনিস

Spread the love
আপনি কি ঘন ঘন বিমানে সফর করেন? তাহলে আপনার জন্য সুখবর নিয়ে এসেছে বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। তাদের নতুন নিয়ম অনুযায়ী এ বার থেকে বিমানে সফর করার সময় নিজের হ্যান্ডব্যাগে আপনি রাখতে পারবেন ১০০ মিলিলিটারের বেশি পরিমাণ তরল পদার্থ। রাখতে পারবেন জলের বোতল বা শ্যাম্পুর মতো জিনিস।
বর্তমানেও অবশ্য হ্যান্ডব্যাগে তরল পদার্থ নেওয়া যায়। তবে তার পরিমাণ মাত্র ১০০ মিলিলিটার। জানা গিয়েছে, এ বার থেকে ১০০ মিলিলিটারের বেশি তরল পদার্থ সঙ্গে নিয়ে বিমানে সফর করতে পারবেন যাত্রীরা। তবে সূত্রের খবর, একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এই প্রস্তাব। তাই প্রস্তাব সামনে এলেও তা কবে কার্যকর হবে সে ব্যাপারে সঠিক ভাবে এখনও কিছুই জানা যায়নি।
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি কয়েকটি ইউরোপীয়ান প্রযুক্তি পরীক্ষা করে দেখেছেন তারা। এই প্রযুক্তির সাহায্যে বিমানবন্দরের স্ক্যানারের সাহায্যে তরল পদার্থ স্ক্যান করা যাবে। এমনকী এই প্রযুক্তি ৫ সেকেন্ডের মধ্যেই বলে দিতে পারবে যে ওই তরলে কতটা পরিমাণ বিস্ফোরক রয়েছে। বা ওই তরল থেকে আদৌ বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে কিনা, এবং ক্ষয়ক্ষতি হলে সেটার পরিমাণই বা কিরকম হতে পারে সেই ব্যাপারেও ধারণা দেবে ওই প্রযুক্তি। পাঁচটি ধাপে নির্বাচন করা হবে ওই তরল পদার্থ। তারপরেই সেটা হ্যান্ডব্যাগে রাখা যাবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে সময় বাঁচানোর জন্য সরাসরি ব্যাগ স্ক্যান করেই যাতে তরলের পরীক্ষা করা সম্ভব হয় সেই চেষ্টাও চালাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রক। ভাবা হচ্ছে আরও উন্নত প্রযুক্তির কথা।
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে এই প্রযুক্তির সাহয্যে একটি ট্রায়াল চালানো হবে। আর তারপরেই তৈরি হবে সেই তালিকা যেখানে বলা থাকবে কোন কোন তরল পদার্থ যাত্রীরা বিমান সফরের সময় তাঁদের হ্যান্ডব্যাগে রাখতে পারবেন। তবে অ্যালকোহল জাতীয় পদার্থ যেহেতু দাহ্য বস্তু তাই হ্যান্ডব্যাগে অ্যালকোহল রাখার অনুমতি পাওয়া যাবে না। এমনটাই জানিয়েছেন ওই আধিকারিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*