ঘরে রাখা বেশ বড় একটা টেবিল। তাঁর উপরে রয়েছে নামিদামী বিদেশি ব্র্যান্ডের মদের বোতল। সঙ্গে রয়েছে তাসের প্যাকেট আর প্রচুর লটারির টিকিট। টেবিলের সামনে বসা এক মহোদয়। আধ বোজা চোখ। জিভও জড়িয়ে যাচ্ছে বারবার। পরিস্কার করে কথাও বলতে পারছেন না। কিন্তু তাঁর মধ্যেও বলে চলেছেন, “চোখ খোলা থেকে বন্ধ করা পর্যন্ত আমি মদ খাই। এটা আমার খাদ্য তালিকার মধ্যে পড়ে। আপনারা যেটাকে মদ বলেন, আমার কাছে সেটা পরিশ্রুত ফলে রস।”
যিনি বলছেন তিনি একটি সরকারি কলেজের অধ্যক্ষ। তিনি কোচবিহারের তুফানগঞ্জ আইটিআই কলেজের অধ্যক্ষ উইলিয়াম সোরেন। কলেজের ছাত্ররা অভিযোগ করেছেন, প্রতিদিনই কলেজে নিজের ঘরে বসে দেদার মদ খান অধ্যক্ষ। মঙ্গলবারও কলেজ ক্যাম্পাসেই নিজের ঘরে মসে মদ্যপান করছিলেন তিনি। আর সেই সময়েই তাঁকে হাতেনাতে পাকড়াও করেন ছাত্ররা।
এরপরেই অবশ্য মদ খাওয়া থামাননি উইলিয়াম সোরেন। এরপর ছাত্ররা তাঁদের স্যারকে জিজ্ঞাসা করেন, কেন তিনি প্রতিদিন কলেজে বসে মদ্যপান করেন? উত্তরে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
তবে কেবল মাত্র কলেজ ক্যাম্পাসে বসে আকণ্ঠ মদ্যপানই নয়, ছাত্ররা আরও অভিযোগ এনেছেন তাঁদের অধ্যক্ষের বিরুদ্ধে। তাঁরা অভিযোগ তুলেছেন, প্রচুর লটারির টিকিটও কাটেন তাঁদের অধ্যক্ষ। এ প্রসঙ্গে উইলিয়াম সোরেন জানিয়েছেন, নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করছেন।
মঙ্গলবারের এই ঘটনায় তুলকালাম শুরু হয়েছে তুফানগঞ্জ আইটিআই কলেজে। যদিও জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি তুফানগঞ্জ থানায়।
দেখুন সেই ভিডিও।
Be the first to comment