নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের ক্ষেত্রে অতিমাত্রায় সতর্ক থাকতে হবে আধার কর্তৃপক্ষকে। কোনও বেসরকারি প্রতিষ্ঠান নাগরিকের থেকে আধার তথ্য চাইতে পারবে না, জানাল সুপ্রিম কোর্ট৷ কোনও মোবাইল কোম্পানি আদার কার্ড চাইতে পারবে না৷ মোটের উপর বেশির ভাগ ক্ষেত্রেই আধারকে আবশ্যিক করল না সুপ্রিম কোর্ট৷ আর বুধবার দেশের শীর্ষ আদালতের এই রায়ে খুশী সকলেই।
এই রায়ে খুশী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, অাধার নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। নিজের টুইটার অ্যাকাউন্টের ডিপি কালো করার পাশাপাশি প্রথম থেকেই কেন্দ্রের এমন সিদ্ধান্তকে চরম নিন্দা জানিয়েছিলেন তিনি। প্রতিবাদ জানিয়ে লিখেছেন অনেক কবিতাও।
Be the first to comment