গত ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের এক সাংবিধানিক বেঞ্চ সমকামী সম্পর্ক অপরাধমূলক নয় বলে রায় দেয়। গত মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার দফতরের হাই কমিশনার মাইকেল বখিলেট বলেন, ভারতের সুপ্রিম কোর্ট এলজিবিটি-দের নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে। অন্যান্য দেশেরও এরকম আইন আনা উচিত।
তাঁর কথায়, আমরা দেখেছি, ভারতের সুপ্রিম কোর্ট সমলিঙ্গের সম্পর্ক অপরাধজনক নয় বলে রায় দিয়েছে। সমলিঙ্গের সম্পর্ক নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে। শুধু ইউরোপ বা উত্তর আমেরিকায় নয়, এশিয়া, আফ্রিকা, ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জেও এই নিয়ে অনেকে কথা বলছেন। শুধু আলোচনা নয়, অন্যান্য দেশের উচিত, সমকামিতা নিয়ে আইন তৈরি করা।
মানুষের মানসিকতা পরিবর্তনের ওপরেও তিনি জোর দেন। তাঁর কথায়, সমকামীদের সম্পর্কে একদল মানুষের মনে কুসংস্কার আছে। তারাই এলজিবিটি-দের আক্রমণ করে। কখনও হত্যা করে।
Be the first to comment