ফের উত্তপ্ত উপত্যকা। তিন জায়গায় চলল গুলি। গুলির লড়াইয়ে খতম হয়েছে এক জঙ্গি। মৃত্যু হয়েছে এক সেনা জওয়ানেরও। একজন বাসিন্দাও মারা গিয়েছে বলে খবর।
সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাত থেকেই গুলির লড়াই শুরু হয়েছিল শ্রীনগর থেকে ৫৮ কিলোমিটার দূরে অনন্তনাগ জেলার দরু এলাকায়। বুধবার ভোররাতে সেখানেই এনকাউন্টারে খতম হয়েছে এক জঙ্গি। শহিদ হয়েছেন এক সেনা জওয়ানও। গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। কারণ সেনাবাহিনীর সন্দেহ ওই এলাকাই লুকিয়ে রয়েছে আরও বেশ কয়েকজন জঙ্গি।
জম্মু ও কাশ্মীর পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, তাঁদের কাছে আগেই খবর ছিল যে অনন্তনাগের ওই এলাকা দিয়ে জঙ্গিরা অনুপ্রবেশ করতে পারে। সেই খবর অনুযায়ী অপারেশন চালানো হয় ওই সেক্টরে। জানা গিয়েছে অনন্তনাগ, শ্রীনগর এবং বুদগাম এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে শ্রীনগরের নূরবাগ এলাকায় একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে এমন খবর পায় নিরাপত্তারক্ষীরা। হাতেনাতে ওই জঙ্গিকে পাকড়াও করার জন্য শুরু হয় গুলির লড়াই। পুলিশ জানিয়েছে, অপারেশন চলাকালীন মৃত্যু হয়েছে ওই বাড়ির মালিকের। পুলিশের অনুমান, জঙ্গিরা ওই বাড়ি থেকে পালিয়ে গিয়ে পাশেই কোনও জঙ্গলে আশ্রয় নিয়েছে। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজার জন্য তল্লাশি শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী।
এ ছাড়াও বুদগাম অঞ্চলেও সেনা-জঙ্গি সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। সেনাবাহিনী সূত্রে খবর, ওই এলাকাতেও লুকিয়ে ছিল বেশ কিছু জঙ্গি। তাঁদের ধরতেই এই অপারেশন চালায় সেনাবাহিনী।
Be the first to comment