টি টোয়েন্টি’র ঢঙে ব্যাটিং করছে জ্বালানি তেলের দাম। প্রত্যেকদিন নতুন নতুন রেকর্ড ছুঁয়ে ফেলছে এই দাম। দিওয়ালি’র আগেই মুম্বইতে নিজের সেঞ্চুরি হাঁকাতে পারে পেট্রল। খুব বেশি পিছিয়ে নেই রাজধানী দিল্লি ও কলকাতাও।
বৃহস্পতিবার সকালেই পেট্রল ও ডিজেলের দাম বাড়ার ঘোষণা করে তেল কোম্পানিগুলি৷ এ দিন পেট্রলের দাম লিটার পিছু ১৪ পয়সা বাড়ানো হয়েছে৷ ডিজেলে বাড়ানো হয়েছে লিটার প্রতি ১২ পয়সা৷ ফলে রাজধানী দিল্লিতে লিটার পিছু পেট্রলের দাম বেড়ে হয়েছে ৮৩ টাকা৷ আর ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৪.২৪ টাকা৷
কলকাতাতেও বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। বৃহস্পতিবার সকালে কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৪.৮২ টাকা। অন্যদিকে ডিজেলের দাম পেট্রলের তুলনায় কম হলেও তা উর্ধ্বমুখী। কলকাতায় ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭৬.০৯ টাকা।
বাণিজ্য নগরীতে অবশ্য ধীরে ধীরে সেঞ্চুরির লক্ষ্যে এগিয়ে চলেছে পেট্রলের দাম৷ মহারাষ্ট্রের ৩২টি শহরে পেট্রলের দাম ৯০ টাকার উপরে৷ ইতিমধ্যে বেশ কয়েকটি পেট্রল পাম্পে নতুন মেশিন বা সফটওয়ার ইনস্টল করা হচ্ছে যাতে তিন অঙ্কের দাম সেখানে দেখানো যায়৷ কারণ তেল বিশেষজ্ঞদের আশঙ্কা দীপাবলীর আগেই তিন অঙ্কের ঘরে পৌঁছে যাবে পেট্রলের দাম৷ বৃহস্পতিবার মুম্বইতে জ্বালানির দাম ১৩ পয়সা বেড়েছে৷ ফলে পেট্রল ও ডিজেলের নয়া দাম হয়েছে যথাক্রমে ৯০.৩৫ টাকা এবং ৭৮.৮২ টাকা৷
জ্বালানির দামবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে৷ বাস মালিকরা আবারও ভাড়া বাড়ানোর দাবি তুলছেন৷ আর জ্বালানিকে পণ্য পরিষেবা করের আওতায় আনার দাবি জানাচ্ছেন বিরোধীরা৷ কিন্তু এখনও পর্যন্ত সরকার এই নিয়ে কোনও ইতিবাচক ঘোষণা করেনি৷
Be the first to comment