পুলিশের এস.পি ও ৫ পুলিশকর্মীকে খুনের অপরাধে দুই নকশাল নেতাকে ফাঁসির সাজা শোনালো আদালত

Spread the love
পুলিশের এস.পি ও পাঁচ পুলিশকর্মীকে খুন করার অপরাধে দুই নকশাল নেতাকে ফাঁসির সাজা শোনানো হলো।
বুধবার দুমকা জেলার অতিরিক্ত দায়রা বিচারক মহম্মদ তৌফিকুল হাসান, সনাতন বাসকি ও সখলাল মুর্মু ওরফে প্রবীর দা’কে এই ফাঁসির সাজা শোনান। বছর পাঁচেক আগে ২০১৩ সালের ২ জুলাই দুমকা থেকে একটি মিটিং সেরে ফেরার পথে পাকুরের কাছে কাঠিকুণ্ড এলাকায় পাকুরের তৎকালীন পুলিশ সুপার অমরজিৎ বালিহার ও আরও পাঁচ পুলিশকর্মীকে খুন করার অভিযোগ ওঠে সনাতন ও সুখলালের উপর।
ওই দুজন ছাড়াও আরও পাঁচ মাওবাদীকে এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে ঝাড়খণ্ড পুলিশ। কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ না থাকায় পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সুখলাল মুর্মু ওরফে প্রবীর দা বিহার ও ঝাড়খণ্ডে নকশালদের স্পেশ্যাল এরিয়া কমিটির মেম্বার ছিলেন। ২০১৬ সালের ৯ অগস্ট থেকে তিনি অন্য একটি খুনের ঘটনায় যুক্ত থাকায় যাবজ্জীবন সাজা কাটছেন। তারপর এ দিন তাঁকে শোনানো হলো ফাঁসির সাজা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*