ক্যাথলিক পুরোহিতদের বিরুদ্ধে ঘন ঘন যৌন হেনস্থার অভিযোগ শোনা যায় কেন? এই প্রশ্নের মুখে রীতিমতো বিব্রত হয়ে পড়লেন পোপ ফ্রান্সিস। সরাসরি জবাব না দিয়ে তিনি শুধু বললেন, আধুনিক মানদণ্ড দিয়ে ক্যাথলিক চার্চকে বিচার করা ঠিক নয়।
সম্প্রতি জার্মানি থেকে প্রকাশিত এক রিপোর্টে দেখা যায়, অন্তত ৩৭০০ শিশুকে ক্যাথলিক ধর্মযাজকরা যৌন নিগ্রহ করেছেন। কিন্তু পোপ এসম্পর্কে কোনও প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন। তাঁর মুখপাত্র বলেন, পোপ যখন বাল্টিক সফরে বেড়বেন, তখন সব প্রশ্নের জবাব দেবেন।
তার আগে তিনি শুধু বলেছেন, আধুনিক মানদণ্ডে চার্চের বিচার করা ভুল। যৌন হেনস্থা নিয়ে এখন সমাজে যে প্রতিক্রিয়া হয়, আগে তা হত না। গত শতাব্দীতেও দেখা যেত, বাবা অথবা কাকার দ্বারা যদি কোনও শিশু ধর্ষিত হয়, তা গোপন রাখা হত।
Be the first to comment