পরপর বেশ কয়েকটি যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কিছুদিন আগেই দেশের শীর্ষ আদালত জানিয়েছে, সমকামি সম্পর্ক অবৈধ নয়। গতকাল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া অপরাধ নয়। এ বার পালা শবরীমালা মন্দিরের। কেরলে শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে আজ রায় দিলেন দেশের শীর্ষ আদালত। সেই দিকেই তাকিয়ে গোটা দেশ।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই মামলার রায় দেবেন। এই বেঞ্চে রয়েছেন বিচারপতি আর এফ নরিম্যান, এম কে খানভিকর, ডি ওয়াই চন্দ্রচূড় এবং ইন্দু মালহোত্রা। গত ১ অগস্ট থেকে টানা আটদিন ধরে এই মামলা শুনানি চলে। এরপরেই ঠিক হয় ২৮ অগস্ট শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে চূড়ান্ত রায় দিলো দেশের সর্বোচ্চ আদালত।
ইতিমধ্যেই কেরল হাইকোর্ট শবরীমালা মন্দির চত্ত্বরে মহিলাদের প্রবেশে অনুমতি দিয়েছে। কেরল হাইকোর্ট জানিয়েছে এটা সাংবিধানিক অধিকার। এর জন্য কোনও আইনের প্রয়োজন নেই। চলতি বছরের ১৮ জুলাই এই মামলার পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানায় প্রার্থনার ক্ষেত্রে মহিলাদেরও সমান অধিকার রয়েছে। কেরলের মন্ত্রী কে সুরেন্দ্রন জানিয়েছিলেন, শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার দেওয়া উচিত বলে মনে করে কেরল সরকার। অন্যদিকে, প্রধান বিচারপতি দীপক মিশ্রের সাংবিধানিক বেঞ্চের পর্যবেক্ষণ, মন্দিরে মহিলাদের প্রবেশের বাধা দেওয়া সংবিধান বিরোধী। পুরুষদের মতোই মহিলাদেরও প্রার্থনা করার অধিকার রয়েছে। মন্দিরে পুরুষরা প্রবেশ করতে পারলে, মহিলারাও পারবেন। এটা মহিলাদের সাংবিধানিক অধিকার।
কেরলের শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছরের মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। মহিলাদের প্রবেশাধিকারের দাবিতে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্ট। তা চ্যালেঞ্জ করেছে মন্দির কর্তৃপক্ষ। তবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পর্যবেক্ষণে এটা স্পষ্ট যে শুক্রবার নিঃসন্দেহে আরও এক যুগান্তকারী রায় দিতে চলেছে প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ।
Be the first to comment