অনেকদিন ধরেই অল্প অল্প করে বৃদ্ধি পাচ্ছিল তাজমহল দর্শনের খরচ। তবে এ বার এক ধাক্কায় একেবারে পাঁচ গুণ বাড়তে চলেছে টিকিটের দাম। এমন সিদ্ধান্তই নিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ। বর্তমানে তাজমহলে প্রবেশের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা। তবে খুব জলদিই এই পরিমাণ বেড়ে হতে চলেছে ২৫০ টাকা।
স্বভাবতই এই সিদ্ধান্তে খুশি নন দর্শনার্থী এবং ব্যবসায়ীরা। একদলের চিন্তা পকেট থেকে বেশি টাকা খসবে। আর একদলের ভাবনা টিকিটের এই দাম বৃদ্ধির ফলে তাঁদের ব্যবসাই না লাটে উঠে যায়। প্রসঙ্গত। যেকন দর্শনীয় স্থানকে ঘিরেই গড়ে ওঠে প্রচুর ছোট ছোট ব্যবসা। আর তাজমহলের চারপাশেও তা অন্যথা হয়নি। বরং এই চত্বরে অন্যান্য জায়গার তুলনায় খানিকটা বেশি পরিমাণ মানুষের রুজিরুটি নির্ভর করে।
ভারতবাসীর কাছে তাজমহল মানে আবেগ। প্রেমের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। আর হাতের নাগালেই যখন রয়েছে বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি তখন সেটা যে দেশবাসীর অন্যতম পছন্দের ডেস্টিনেশন হবে তা বলাই বাহুল্য। কিন্তু আচমকাই এ ভাবে টিকিটের দাম বৃদ্ধির কথা শুনে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, এ ভাবে টিকিটের দাম বাড়তে থাকলে তাজ দর্শনে আগ্রহ হারাবেন দর্শকরা। ফলে মার খাবে তাঁদের ব্যবসাও।
Be the first to comment