সতর্কতা জারি হয়েছিল বহুদিন। সেই মতো ইট ভাটাটিকে ভেঙে ফেলার কাজও শুরু হয়েছিল। তারই মধ্যেই ঘটে গেল এই দুর্ঘটনা। শনিবার সকালে ধস নেমে গুরুতর জখম হলেন চার শ্রমিক।
ঘটনাটি ঘটেছে বেলডাঙার মক্রমপুর বাগানপাড়ার লাক ইট ভাটায়। স্থানীয়েরা জানিয়েছেন, গঙ্গার পাড় ঘেঁষে ছিল ওই ইট ভাটা। ফলে যাবতীয় দূষিত পদার্থ ফেলা হচ্ছিল গঙ্গার জলে। সরকারের তরফ থেকে আগেই নির্দেশিকা এসেছিল ওই ইট ভাটাটি ভেঙে ফেলার। কিন্তু, সেই কাজে বিলম্ব হয়। গত কয়েকদিন ধরে ইট ভাটাটি ভাঙার কাজ শুরু হয়েছিল।
এ দিন সকালে ফের কাজ শুরু হওয়ার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভাটার কিছু অংশ। শ্রমিকেরা জানিয়েছেন, ভাটার গোলায় ধস নামে। তাতেই চাপা পড়ে যান চার জন। স্থানীয় ও অন্যান্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে প্রথমে বেলডাঙা প্রাথমিক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ার তাঁদের নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে।
Be the first to comment