সার্জিক্যাল স্ট্রাইকের বর্ষপূর্তির দিনই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর মন্তব্যে তৈরি হলো নতুন সার্জিক্যাল স্ট্রাইকের জল্পনা

Spread the love

সার্জিক্যাল স্ট্রাইকের বর্ষপূর্তির দিনই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর মন্তব্যে তৈরি হলো নতুন সার্জিক্যাল স্ট্রাইকের জল্পনা। পাকিস্তাবনের মাটিতে গিয়ে ভারতীয় নিরাপত্তাবাহিনী গিয়ে বড় ঘটনা ঘটিয়ে এসেছে।

কয়েকদিন আগেই জম্মুতে লাইন অফ কন্ট্রোলে বিএসএফ-এর জওয়ান জিতেন্দ্র সিংকে নৃশংশভাবে হত্যা করেছিল পাকিস্তানি রেঞ্জার্সরা। গুলি করার পর মাথা কেটে নিয়েছিল সেনা জওয়ানের। এরপরই ব্যাপক আলোড়ন তৈরি হয় দেশ জুড়ে। ইমরান খানের চিঠির ভিত্তিতে প্রাথমিক ভাবে সরকার রাজি হয়েছিল নিউ ইয়র্কে রাষ্ট্র সংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দু’দেশের বিদেশমন্ত্রী বৈঠক করবে। কিন্তু জিতেন্দ্র হত্যার পর সেই বৈঠক বাতিল করে দেয় কেন্দ্র। জানিয়ে দেয় পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়। কিন্তু রাজনাথ সিং এ দিন বলেন, “পাকিস্তানে কিছু একটা হয়েছে। ঠিকঠাক হয়েছে। বিশ্বাস রাখুন, দু’তিন দিন আগে একদম ঠিকঠাক হয়েছে। আমি এখন কিছু বলছি না। আগামী দিনেও কী কী হবে দেখতে থাকুন।”
অনেকের মতে, নীরবে পাকিস্তনের মাটিতে গিয়ে জিতেন্দ্র হত্যার বদলা নিতে অপারেশন সেরে এসেছে নিরাপত্তাবাহিনী। একটি সূত্রের দাবি, পাক সীমান্তে যে ২৭টি লঞ্চপ্যাড তৈরি করেছে জঙ্গিরা, তার মধ্যে ১২টিকে মাটিতে মিশিয়ে দিয়েছে ভারত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*