আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে পেহলু খান হত্যার অন্যতম চার প্রত্যক্ষদর্শীদের উপর গুলি চালালো দুষ্কৃতীরা। শনিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। হরিয়ানা এবং রাজস্থান দুই রাজ্যের পুলিশের কাছেই ঘটনার বিস্তারিত বিবরণ সহ অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছে নিহত পেহলু খানের বড় ছেলে আরিফ খান।
একটি বোলেরো গাড়ি চেপে শনিবার কোর্টে যাচ্ছিলেন রফিক, আজমত, এবং পেহলু খানের দুই ছেলে আরিফ ও ইরশাদ। সঙ্গে ছিলেন তাঁদের আইনজীবীও। অভিযোগ, রাস্তায় তাঁদের গাড়ি আটকে দাঁড়ায় একটি কালো রঙের স্করপিও এসইউভি। নেমে আসতে বলে। না নামলে পিছনের সিটে বসা একজন গুলি চালায়। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কারোর গায়ে গুলি লাগেনি। তাঁরা জানিয়েছেন, কালো স্করপিও গাড়িতে কোনও নম্বর প্লেট ছিল না।
গত বছর এপ্রিল মাসে গণপিটুনিতে মৃত্যু হয় পেহলু খানের। তোলপাড় হয় জাতীয় রাজনীতি। এই ঘটনার পর পুলিশের তরফে নিরপত্তা দেওয়ার কথা বলা হয়েছে।
Be the first to comment