পুলিশের গুলিতে তথ্যপ্রযুক্তি কর্মী বিবেক তেওয়ারির মৃত্যুর ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন

Spread the love
শুক্রবার রাত দেড়টার সময় লখনউয়ের গোমতীনগর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন তথ্যপ্রযুক্তি কর্মী বিবেক তেওয়ারি।সেই নিয়ে হইচই শুরু হয়েছে দেশ জুড়ে । নিহতের স্ত্রী কল্পনা তেওয়ারি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে দাবি করেছেন, তাঁর স্বামীর মৃত্যুর জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তাঁকে পুলিশে চাকরি দিতে হবে। পুরো ঘটনার সিবি আই তদন্ত করতে হবে।
ঠিক কেন পুলিশ বিবেক তিওয়ারিকে গুলি করেছিল তা এখনও পরিষ্কার নয়।
শুক্রবার রাতে অফিসের এক অনুষ্ঠান শেষে এসইউভি চালিয়ে বাড়ি ফিরছিলেন ৩৮ বছরের বিবেক।  সঙ্গে ছিলেন এক মহিলা সহকর্মী। পুলিশের এসএসপি কলানিধি নাথানি জানিয়েছেন, পুলিশ চৌকির কাছে বিবেককে থামতে বলা হয়। তিনি না থেমে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ কনস্টেবল প্রশান্ত চৌধুরিকে চাপা দেওয়ার চেষ্টা করেন।  আত্মরক্ষা করার জন্য প্রশান্ত গুলি চালান।
বিবেকের সঙ্গে যে মহিলা ছিলেন, তিনি বলেছেন, রাস্তায় দুই পুলিশ আমাদের থামতে বলে। তারা যে পুলিশ বোঝার উপায় ছিল না। বিবেক দ্রুত গাড়ি চালিয়ে পালাতে চেষ্টা করেন।  দুই কনস্টেবল পিছন থেকে তাড়া করে তাঁকে গুলি করে মারে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, গোমতীনগরে যে এনকাউন্টার হয়নি তা পরিষ্কার। যদি প্রয়োজন হয় সিবিআই তদন্ত করবে। উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য বলেন, তদন্ত চলছে। কেউ যদি নিরীহ মানুষকে গুলি করে মারে, তাহলে ছাড় পাবে না। উত্তরপ্রদেশ পুলিশের ডিজি জানিয়েছেন, ওই ঘটনার তদন্তে ইতিমধ্যে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*