ভারতের সীমানায় ঢুকে পড়েছে পাকিস্তানের একটি হেলিকপ্টার। ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে একটি পাক চপার লক্ষ্য করা গিয়েছে। ওই চপারটিকে গুলি করে নীচে নামানোর চেষ্টা করছে সেনাবাহিনী।
ভারত এবং পাকিস্তান দুই দেশেরই নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রণরেখার এক কিলোমিটারের মধ্যে আসতে পারে না কোনও চপার। আর ফিক্সড উইং এয়ারক্র্যাফট্-এর ক্ষেত্রে এই সীমানা ১০ কিলোমিটার।
রবিবার একটি ভিডিওতে দেখা গিয়েছে পুঞ্চ উপত্যকার আশেপাশে ঘুরছে সাদা রংয়ের একটি হেলিকপ্টার। নাগাড়ে গুলির শব্দও পাওয়া গিয়েছে। আর এর থেকেই অনুমান করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী গুলি করে চপারটি নামানোর চেষ্টা চালাচ্ছে। বেলা সোয়া বারোটা নাগাদ ভারতীয় বায়ু সীমানায় প্রথম দেখা যায় এই পাকিস্তানি হেলিকপ্টার। ভারতীয় সেনাবাহিনীর নজরে আসা মাত্রই গুলি করে ওই পাক হেলিকপ্টারটি নামানোর চেষ্টা করে সেনা জওয়ানরা। এর পরেই পাক অধিকৃত কাশ্মীরের দিকে উড়ে যাওয়ার চেষ্টা চালায় পাকিস্তানি হেলিকপ্টার।
গত ফেব্রুয়ারি মাসে নিয়ন্ত্রণরেখার ৫০০ মিটারের মধ্যে দেখা গিয়েছিল একটি পাক হেলিকপ্টার। এই ঘটনার সাত মাসের মধ্যেই ফের নিয়ন্ত্রণরেখায় দেখা গেল পাকিস্তানি চপার। তবে এই চপার নিছকই ভুল করে এই অঞ্চলে ঢুকে পড়েছে নাকি এর পিছনে পাকিস্তানের কোনও অভিসন্ধি রয়েছে তা খতিয়ে দেখছে সেনাবাহিনী।
Be the first to comment