যে রাসায়নিক দুই মিলিগ্রাম ব্যবহার করলে মৃত্যু হতে পারে একজন মানুষের তাই মিলল দশ কিলোগ্রাম। ইন্দোরের একটি ল্যাব থেকে মারণ রাসায়নিক মজুত রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় বিজ্ঞানী এবং এক মেক্সিকান গবেষককে।
রাসায়নিকটির নামা ফেনটানিল। এই রাসায়নিক আদতে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেনের একটি জৈব যৌগ বা অরগ্যানিক কম্পাউন্ড। অ্যানাস্থেশিয়ার কাজে ব্যবহার করা হয় ফেনটানিল। বিভিন্নভাবে নেশা করার জন্য এই রাসায়নিক গোপনে ব্যবহার করেন অনেকে। কিন্তু যে পরিমাণ ফেনটানিল ইন্দোরের ওই ল্যাবে ছিল তাতে ৪০-৫০ লক্ষ মানুষের জীবনহানি হতে পারে।
ধৃত বিজ্ঞানী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি করে ফিরেছেন বছর তিনেক আগে। সেখান থেকে ফেরার পরই ইন্দোরের এক ব্যাবসায়ীর সঙ্গে এই ল্যাবটি চালাতেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে কেন্দ্রীয় ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স-এর আধিকারিক হানা দেন ওই লযাবে। গ্রেফতার করা হয় ওই দু’জনকে। খোঁজ চলছে ল্যাবের মালিকের।
Be the first to comment