রাজ্যে হাসপাতাল তৈরি করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার প্রস্তাব দিল শ্রী সত্য সাঁই সুপার স্পেশালিটি হসপিটাল কর্তৃপক্ষ। এই হাসপাতাল মূলত অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকে কাজ করে। রবিবার সত্য সাঁই হার্ট হসপিটাল রাজকোট ও সত্য সাঁই সেবা প্রতিষ্ঠানের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি ফ্রি হার্ট চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়। রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০০ রোগী বিনামূল্যে সেখানে ডাক্তার দেখান।
রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, পুট্টাপার্থি, বেঙ্গালুরু ও রাজকোটে সংস্থার তরফে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা আছে। এখানে কোনও ভালো প্রস্তাব দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।
অন্ধ্রপ্রদেশের পু্ট্টাপার্থি, বেঙ্গালুরু, রাজকোট ও আমেদাবাদে শ্রী সত্য সাঁই হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা আছে। রবিবারের ক্যাম্পে রাজ্যের বহু প্রত্যন্ত জায়গা থেকে রোগীরা এসেছিলেন। তাঁদের মধ্যে অনেকেই গরিব। শিশুরোগীও ছিল। কারও ভালভ খারাপ, কারও হার্টে ফুটো, কারও সমস্যা আরও জটিল। এই রোগীদের বিভিন্ন জেলা থেকে বাছাই করেছেন সংস্থার স্বেচ্ছাসেবকরা। যে কজন এসেছিলেন, তার মধ্যে অন্তত পাঁচশো জনের হার্টের সমস্যা ধরা পড়েছে। রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্য সাঁই সেবা প্রতিষ্ঠানের সর্বভারতীয় সভাপতি নিমিষ পণ্ডা, নাখোদা মসজিদের ইমাম শফিক কুরেশি প্রমুখ।
Be the first to comment